২০০৮ সাল হইতে ২০১৬ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন যাদের জন্ম তারিখ ০১/০১/১৯৯৯ বা তার পূর্বে তাদেরকে প্রতিটি ইউনিয়নে গিয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে ও ১০ আঙ্গুলের ছাপ এবং আইরিশ নেওয়া হয়েছে। ঐ সময়ে কার্ড প্রিন্ট হয়ে ছিল কিন্তু যারা ঐ সময়ে কার্ড সংগ্রহ করতে পারেন নাই তারা অফিসে এসে পুরাতন আইডি কার্ড অথবা স্লীপ নিয়ে অথবা পরিচয় সাপেক্ষে অফিসে এসে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। কিন্তু যাদের কে কার্ড প্রিন্ট হয় নাই বা নট ফাউন্ড বলা হয়েছিল তাদের কার্ড অদ্যাবধি আসে নাই।
এছাড়া ২০১৯ সালে যারা ভোটার হয়েছেন যাদের জন্ম তারিখ ০১/০১/২০০২ বা তার পূর্বে তাদের স্মার্ট কার্ড ও প্রতিটি ইউনিয়নে বিতরণ করা হয়েছে। যারা নিতে পারেন নাই তারা অফিসে এসে যোগাযোগ করুন।
বিঃদ্রঃ ২০১৬ সালে যাদের জন্ম তারিখ ০১/০১/১৯৯৯ এর পরে, ২০১৭ সালে এবং ২০২২ সালে বা তার পরে যারা নতুন ভোটার হয়েছেন তাদের স্মার্ট কার্ড প্রিন্ট হয় নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস